Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
ঐতিহ্যবাহী স্থান সমূহ
Details

১। রমজান আলী ফকিরের মাজার-রমজান আলী ফকিরের মাজারটি ১৮ শতকের মাঝামাঝি সমসয়ে ইসলামের ঐতিহ্যকে ধরে রাখার জন্য রমজান আলী ফকির তার জীবদ্দশায় পাচ গুম্বুজ বিশিষ্ট মোগল স্থাপত্য অনুযায়ী নির্মাণ করেন।

২। বানিয়াচং সরকারী প্রাথমিক বিদ্যালয়- বানিয়াচং সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯০৫ সালে  তৎকালীণ হিন্দু নাথ পরিবারের অন্যতম সদস্য খিতিষনাগের একান্ত অনপ্রেরানয় এবং এলাকাবাসীর সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে রয়েছে শত বছরের একটি বট বৃক্ষ যা সবার নজর কারে। এই বিদ্যালয়ে লেখা পড়া করে অনেক গুরি জনে সৃষ্টি যারা প্রথিবীর এ প্রাপন্ত ঐ প্রান্ত আলোর বিকিরণ করছেন। 

৩।ক্ষির নদী- খ্রি: পূর্ব ৭ম-৮ম শতকের ময়নমাতি পাহার পাদদেশ খেবে উৎপত্তি হয়ে কুমিল্লা সদর দক্ষিন, বরুড়া উপজেলা হয়ে এতবারপুর ইউনিয়ন হয়ে যা গুমতী নদীতে গিয়ে মিলিত হয়।